Home » » বোদায় এসএমএস ও ফোন কলে বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

বোদায় এসএমএস ও ফোন কলে বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

চিলাহাটি ওয়েব ডটকম : 20 April, 2020 | 8:00:00 PM

আমীর খসরু লাভলু,পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : ফোন পেয়ে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী।
করোনা ভাইরাসে ঘরবন্দি কর্মহীন নিম্ন আয়ের ও পরিবার প্রধান পুরুষ নেই এমন অনেক সরকারী ত্রান সাহায্য লজ্জায় চাইতে পারেনা এমন পরিবারদের,প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা মোতাবেক ৩৩৩ ও ইউএনওর মুঠো ফোন নম্বরে এসএমএস ও ফোন পেয়ে আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলী উপজেলার বৃষ্টি রাণী,সালমা বেওয়া,লিটন,শাহীনুর ও আমান উদ্দিন ৫ টি বাড়িতে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন।
তিনি জানান গত এক সপ্তাহে এসএমএস ও ফোন কলে উপজেলার ৬৬ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল,১ কেজি মশুর ডাল,৩ কেজি আলু,১ লিটার সোয়াবিন তেল ও একটি সাবান।