চিলাহাটি ওয়েব ডেস্ক : ফেসবুকের টাইমলাইনে কত স্ট্যাটাস চোখে পড়ে। কোনোটি পড়ি আবার কোনোটি দায়সারা লাইক দিয়ে এড়িয়ে যাই।
মাঝেমধ্যে কিছু আইডি থেকে রক্তের জন্য পোস্ট চোখে পড়লে শুধু লাইক কিংবা শেয়ার দিয়েই দায়িত্ব সারি!
মাঝেমধ্যে কিছু আইডি থেকে রক্তের জন্য পোস্ট চোখে পড়লে শুধু লাইক কিংবা শেয়ার দিয়েই দায়িত্ব সারি!

গতকাল শুক্রবার (১৪ মার্চ ) বিকালে রুহুল আমিন লিজন নামের চিলাহাটির এক যুবক চিলাহাটির গুচ্ছগ্রাম এলাকার ৭০/৭৫ বয়সী কিডনী অপারেশনকারী বৃদ্ধকে এক ব্যাগ রক্ত প্রদান করে।

জীবনে প্রথম বার রক্ত প্রদান করে খুব ভালো লাগছে। আমি নিয়মিত রক্তদান কার্যক্রম করতে চাই।
এছাড়াও ফেসবুকে স্ট্যাটাস দেখে রক্ত দিতে এগিয়ে এসেছিল রকি,ইমতিয়াজ বসুনীয়া,ফারুকসহ সাংবাদিক মিঠু মিয়া।