Home » , » চিলাহাটিতে খাবার প্যাকেট বিতরণ

চিলাহাটিতে খাবার প্যাকেট বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 29 March, 2020 | 11:30:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের অসহায় দুঃস্থ কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার উদ্যেগে এসব খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
আজ রোববার রাত ১০ টায় সকল নেত্রীবৃন্দ এসব খাবার প্যাকেট বিতরণ করেন। বিতরণ কৃত খাবারের মধ্যে ছিল চাউল,তেল,সাবান,আলু ও মশুর ডাল।
বাংলাদেশ আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধা:সম্পাদক হাফিজুর রহমান বকুল চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- আমরা নিজ উদ্যেগে এসব খাবার প্যাকেট বিতরণ করছি।
আগামী সোমবার সকাল ১১ টা থেকে আমারা ভোগডাবুড়ী ইউনিয়নে প্রায় ৮ হাজার অসহায় দুঃস্থ কর্মহীন শ্রমজীবি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার প্যাকেট বিতরণ করবো।