Home » » পার্বতীপুরে ট্যাংকলরী বিষ্ফোরণে ঘটনায় আহত-১

পার্বতীপুরে ট্যাংকলরী বিষ্ফোরণে ঘটনায় আহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : 09 March, 2020 | 7:22:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংকলরী বিষ্ফোরণের ঘটনায় অল্পের জন্য প্রাণহানিসহ বেঁচে গেছে কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার বেশ কিছু দোকানপাট। আজ মঙ্গলবার বেলা ১১ টায় টার্মিনাল চত্বর সংলগ্ন বেলাল হোসেনের ওয়েল্ডিংয়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্যাংকলরীর হেলপার সাগর মিয়া (২৬) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এতে পার্শ্ববর্তী বৈদ্যুতিক পিলারের তার ছিড়ে যাওয়ায় ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিকেল ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে জানান বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী তরিকুল ইসলাম। জানা গেছে, সকালে বিষ্ফোরিত ট্যাংকলরীর (রংপুর ঢ- ৪১-০০৩৪) ছিদ্র থাকা ট্যাংকার মেরামতের সময় ওয়েল্ডিং মিস্ত্রী সাদ্দাম হোসেনের অসাবধানতায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, ওয়েল্ডিং করার সময় ট্যাংকারের ঢাকনা খুলে না রাখায় ট্যাংকার বিষ্ফোরণের ঘটনা ঘটে মনে করেন। এতে ওই ট্যাংকারের সামনের ও পেছনের অংশ উড়ে যায়। এসময় দাঁড়িয়ে থাকা ট্যাংকার সংলগ্ন একটি ডেকোরেটরের ক্ষতি হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেল হেড ওয়েল ডিপোর ১শ গজের মধ্যে এ বিষ্ফোরণের ঘটনায় মানুষ আতংকিত হয়ে পড়ে। এ ডিপো থেকে উত্তরের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়।