বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১০ টায় একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ। র্যালী ও আলোচনাসভায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।