Home » » আটোয়ারীতে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 03 March, 2020 | 10:29:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুজিব বর্ষে আটোয়ারী উপজেলাকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করণের লক্ষ্যে এবং এসডিজি বাস্তবায়নে ও অপরাধ নিয়ন্ত্রনে সিসিটিভি স্থাপন মডেল কার্যক্রম বাসবায়ন করতে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা মো: শহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সহিদুল মান্নান কবীর, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মির্জাাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর, অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার শাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, ইউপি সদস্য সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।