Home » » ঘোড়াঘাটে চাল,ডাল নিয়ে হাজির ইউএনও

ঘোড়াঘাটে চাল,ডাল নিয়ে হাজির ইউএনও

চিলাহাটি ওয়েব ডটকম : 30 March, 2020 | 10:51:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দিলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম।
আজ সোমবার (৩০ মার্চ-২০২০) উপজেলার পাল্লো চকবামুনিয়া গ্রামে আদিবাসী পাড়ায় হত দরিদ্রদের মাঝে চাল,ডাল, পেঁয়াজ, তেল নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার। তিনি নিজ হাতে খাবার গুলো কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেন। এ সময় ওই সব বাড়িতে থাকা আদিবাসী মহিলা ও পুরুষরা উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম কে তাদের বাড়িতে দেখে অবাক হয়ে যান।
এক আদিবাসী মহিলা বলেন,আমার বাড়িতে স্যার চাল, ডাল নিয়ে যাবে তা কোন দিন স্বপ্নেও ভাবি নাই।সৃষ্টি কর্তা সরকার ও ইউ এন ও 'র রহমত করুক। এ ভাবে যদি ঘরে বসে করোনা ভাইরাসের সময় খাবার পাওয়া যায়, তাহলে ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন নাই।উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান, আজ কর্মহীন দরিদ্র কিছু সংখ্যক ব্যক্তির ঘরে ঘরে চাল, ডাল,তেল,পেঁয়াজ পৌঁছে দিয়েছি।পর্যায়ক্রমে উপজেলার সকল হত দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। এ দুর্যোগের সময় কাউকে ঘরের বাহিরে যেতে না,হয়। এ জন্য সরকারি নির্দেশনা মেনে কাজ করছি।গন জমায়েত বন্ধের জন্য মাইকিং প্রচার ও আইন শৃংখলা বাহিনীর টহল অব্যাহত রেখেছি।
ভ্রাম্যমান আদালত চলমান রয়েছে। এসময় ঘোড়াঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন,ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাংবাদিক জিল্লুর রহমান,শহিদুল ইসলাম, সামছুল ইসলাম সামু,এম এ গাফফার প্রধান উপস্হিত ছিলেন।