Home » » পঞ্চগড়ের বোদায় কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ

পঞ্চগড়ের বোদায় কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 29 March, 2020 | 5:00:00 PM

আমির খসরু লাবলু, পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ৬ শত জন অসহায় দুঃস্থ কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। রেলপথ মন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপির উদ্যোগে এসব খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। 
রবিবার স্থানিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নকিবুল হাবিব বাবলা,সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র ,মন্ত্রীর এপিএস রাসেদ ও রেজাউল করীম রেজা কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার প্যাকেট বিতরণ করেন।
 বিতরণ কৃত খাবারের মধ্যে ছিল চাউল,তেল,সাবান,আলু ও মশুর ডাল। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায় দুঃস্থ কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে এসব খাবার প্যাকেট বিতরণ করা হয়।