Home » » স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে

চিলাহাটি ওয়েব ডটকম : 26 March, 2020 | 3:14:00 PM


॥ জাহিদ হাসান ॥ 

 স্বাধীনতা মানে
বঙ্গবন্ধুর সেই সংগ্রামী ভাষণ।
স্বাধীনতা মানে
পরস্পরের মাঝে একত্বের বন্ধন।

স্বাধীনতা মানে
আষাঢ়-শ্রাবণের অবিরাম বাদল-ধারা।
স্বাধীনতা মানে
মুয়াজ্জিনের কণ্ঠে আযানের সুরধারা।

 স্বাধীনতা মানে
কৃষকের মুখে মধুর হাসি।
স্বাধীনতা মানে
রাখালের হাতে সেই সুরেলা বাঁশি।

 স্বাধীনতা মানে
 লক্ষ শহীদের প্রাণ।
স্বাধীনতা মানে
বন্দীজনতার মুক্তি পাবার স্লোগান।

স্বাধীনতা মানে
জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ।
স্বাধীনতা মানে
হারানো জনকে ফিরে পাবার বড় আশ্বাস।

 স্বাধীনতা মানে
আপনজন হারানোর বেদনা।
 স্বাধীনতা মানে
নবীন কণ্ঠে মুক্তির চেতনা।