॥ শেখ আব্দুর রশিদ ॥
বাংলা আমার জন্মভূমি বাংলা আমার আশা,
বাংলা নিয়ে গর্ব আমার বাংলা ভালবাসা।
এ সব কথা মূখে বলি কারো অন্তরেতে নাই,
বাংলার পতাকা গায়ে নিয়ে ঘুরে বেড়াই সবাই।
মঞ্চে দাঁড়িয়ে আমি উঁচু গলায় উচ্চস্বরে বলি,
ত্রিশ লক্ষ শহীদ হয়েছে আমিও খেয়েছি গুলি।
ক্ষমতার জন্য আমি দিনকে করতে পারি রাত,
কিছু যায় আসেনা কারো কপালে যদি না জুটে ভাত।
রাজনীতিতে পাক্কা আমি কণ্ঠ যে আমার সুমধুর,
বাস্তবে থাকি সবার কাছে আমি মনটা যে বহুদূর।
আমার জন্য রাস্তা ঘাটে হয়রে মিছিল দেয়রে শ্লোগান,
আমার জন্য মরতে পারে দিতে পারে সবাই জান।
মুক্তিযোদ্ধার সনদ পেতে গিয়েছে টাকা ঝরেছে ঘাম,
টাকা যাক দুঃখ নেই পেয়েছিতো আমি অনেক নাম।
আসল মুক্তিযোদ্ধারা আজ পঙ্গু হয়ে আছে ঘরে বসে,
ভুয়া মুক্তিযোদ্ধারা রাস্তায় রাস্তায় উঁচু গলায় হাসে।
টাকার জুড়ে ক্ষমতার আসনে দেখেনা উঁচুনিচু,
উৎসাহ দেয় হাজার চামচা ঘুরে তাহার পিছুপিছু।
ক্ষমতার আসনে বসে তারা তা দেয় দাড়ি গোঁফ,
দুঃখ ভরা হৃদয় নিয়ে বলি এইটাই কি বাংলার রূপ।