Home » » করোনা ভাইরাস আতঙ্কে রোগি নেই ডিমলা হাসপাতালে

করোনা ভাইরাস আতঙ্কে রোগি নেই ডিমলা হাসপাতালে

চিলাহাটি ওয়েব ডটকম : 26 March, 2020 | 11:57:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি, চিলাহাটিওয়েব : করোনা ভাইরাস আতঙ্কে নীলফামারীর ডিমলায় সরকারী ৫০ শয্যা হাসপাতালটিতে তুলনা মূলক স্বাস্থ্য সেবা নিতে আসছেনা রোগি। বৃহষ্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কম্পেলেক্রে রোগির সংখ্যা তুলনা মূলক হারে কমে গেছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্রের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম বলেন, গত সপ্তাহে হাসপাতালের বর্হিবিভাগে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগির সংখ্যা ৪ থেকে ৫শ হলেও বর্তমানে গড়ে তা দাড়িয়েছে ৫০ জনে। হাসপাতালের আরএমও ডাঃ নিরঞ্জন কুমার রায় বলেন, এই হাসপাতালে গত সপ্তাহে ভর্তি রোগির সংখ্যা ছিলো ১১০ থেকে ১৩০ জন পয্যন্ত আর বর্তমানে ভর্তি রোগি সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে। বৃহঃবার দুপুর পয্যন্ত এই উপজেলায় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে থেকে আসা কোয়ারেন্টাইনে রয়েছে ৩৮ জন।