Home » » পার্বতীপুরে আগুনে পুড়লো দোকান

পার্বতীপুরে আগুনে পুড়লো দোকান

চিলাহাটি ওয়েব ডটকম : 19 March, 2020 | 11:19:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে আগুনে পুড়ে একটি সার ও কীটনাশক দোকানের মালামাল ভষ্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। এতে মালামাল পুড়ে আনুমানিক ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক আমানত আলী।

 জানা গেছে, উপজেলার হাবড়া ইউনিয়নের ছামিজনের বাজারের শাহ ট্রেডার্স এর মালিক গত বুধবার রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে যায়। ভোর রাতে বাজারের নৈশ্যপ্রহরী মোস্তাফিজার রহমান আগুন দেখতে পায়। তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিবারণে সক্ষম হয়।

 খবর পেয়ে ঘটনার পর পরই দোকানে আসেন মালিক কুশলপুর চৈতাপাড়া আসলাম আলী শাহ’র ছেলে আমানত আলী শাহ। ইতোমধ্যে অগ্নিকান্ডের ঘটনায় দোকানে রাখা ডিজেল, প্রেট্রোল, রাসায়নিক সার, কীটনাশকসহ সকল মালামাল পুড়ে যায়। তবে তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এঘটনায় ইউপি সদস্য মোকছেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।