Home » » ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 17 March, 2020 | 10:35:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছা সেবক লীগের অফিস কার্যালয়ে উপজেলা স্বেচ্ছা সেবক লীগ এর আহব্বায়ক মোঃ মেহেদী হাসান মিঠুর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে তার জীবনের উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও এই বীর দেশ প্রেমিক নেতার আত্মকাহীনি সবার মধ্যে ধারনের জন্য আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোচনা সভা সভাপতি, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছা সেবক লীগ এর আহব্বায়ক মেহেদী হাসান মিঠু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর স্বেচ্ছা সেবক লীগের য্গ্নু আহব্বায়ক মোঃ রাশেদুর রহমান রাসেল, আহব্বায়ক মোঃ তোজাম্মেল হক, দিনাজপুর জেলা স্বেচ্ছা সেবক লীগ এর মানবাধিকার সম্পাদক আখের উজ্জামান, মোঃ শাহাদত, মোঃ আজাদ, মোঃ শফি, মোঃ সুমন, এলুয়াড়ী ইউপির স্বেচ্ছা সেবক লীগ এর সভাপতি মোঃ জাকির হোসেন। আলোচনা সভা শেষে দুপুর ১টায় দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, পৌর স্বেচ্ছা সেবক লীগ এর আবুল কালাম আজাদ। এসময় উপজেলা স্বেচ্ছা সেবক লীগ ও পৌর স্বেচ্ছা সেবক লীগ এর ২ শতাধিক নেতাকর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।