Home » , » চিলাহাটিতে বিজিবি’র জনসচেতনা মূলক আলোচনা সভা

চিলাহাটিতে বিজিবি’র জনসচেতনা মূলক আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 22 February, 2020 | 10:00:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বিজিবি এর সীমান্তে চোরাচালান প্রতিরোধে জনসচেতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উত্তর ভোগডাবুড়ী সরকারী প্রাখমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিখি হিসাবে বক্তব্য রাখেন বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মামুনুল হক । এসময় উপস্থিত ছিলেন ভোগডবিুড়ী ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মামুনুল হক বলেন- বাংলাদেশী নাগরিক যেন আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ভূ-খন্ডে প্রবেশ না করে এবং শিশু ও নারী পাচার,ফেন্সিডিল ও মাদক পাচারের সাথে জড়িত না হয় সে ব্যাপারে বিজিবি’র কঠোর নজরদারী দেয়ার আহব্বান জানান।