বিশেষ প্রতিনিধি দিনাজপুর, চিলাহাটি ওয়েব :
দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গীতে ৭৩তম ঐতিয্যবাহি বাংলাদেশ চেরাডাঙ্গী পশু মেলা-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঐতিয্যবাহী চেরাডাঙ্গী মেলা মাঠে বাংলাদেশ চেরাডাঙ্গী মেলার প্রেসিডেন্ট মো. আসাদ্জ্জুামান ভুট্টু সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ¦ মো. ফরিদুল ইসলাম, দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. জহির শাহ। মেলা কমিটির সেক্রেটারী মো. রবিউল ইসলাম সোহাগ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী, চেরাডাঙ্গী মেলার সাবেক প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জহুরুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এ্যাড. মো. জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ সরকার প্রমূখ। অনুষ্ঠানে মেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তা বলেন, চেরাডাঙ্গী মেলা গোটা উত্তরবঙ্গের মানুষের ঐতিয্য। ৭৩ বছর ধরে বংশানুক্রমে এই মেলা আজ আমাদের কাছে এসে পৌঁছেছে। মেলার ঐতিয্য ধরে রাখতে হলে মেলায় অশ্লিলতা, মুদ, জুয়া, হাউজিসহ কোন ধরনের অসামাজিক কার্যক্রম করতে দেয়া হবে না। এ ধরনের কোন কিছু করা হলে মেলা বন্ধ করে দেয়া হবে। এর আগে সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে এসে পৌছঁলে মেলা কমিটির পক্ষ থেকে তাদের সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ১৯৪৮ সালে গ্রামের মানুষের চিত্তবিনোদনের জন্য ওই এলাকার সাবেক এমএনএ (জাতীয় পরিষদ সদস্য) ফজলে হক নামে এক ব্যক্তি এই ঐতিয্যবাহি চেরাডাঙ্গী মেলা প্রতিষ্ঠা করেছিলেন।