Home » » ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৪শত ৮০ পিচ ফেন্সিডিল সহ আটক-১

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৪শত ৮০ পিচ ফেন্সিডিল সহ আটক-১

চিলাহাটি ওয়েব ডটকম : 06 February, 2020 | 11:08:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশের অভিযানে ৪ শত ৮০ পিচ ফেন্সিডিল সহ আটক-১। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশীস বিন হাসান (পি.পি.এম) গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার এ এস আই মোঃ হাসিবুল হককে থানার অফিসার দেরে কে নিয়ে ফুলবাড়ী উপজেলার কাঁথাওড়ার মোড় নামক স্থানে যাওয়ার নির্দেশ দেন । সেখানে গিয়ে উৎপেতে থাকলে মাদিলাহাট থেকে একটি পাওয়ার টিলার আসা মাত্র তাকে চ্যালেন্স করে আটক করেন। আটক কৃত পাওয়ার টিলার থানায় এনে তল্লাশী তালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৪ শত ৮০ পিচ ফেন্সিডিল পাওয়ার ট্রলির গোপন বক্স থেকে উদ্ধার করা হয়। যাহা বিশেষ কায়দায় লুকায়িত ছিল। আটক কৃত মাদকের অনুমানিক মূল প্রায় ২৫ হাজার টাকা। আটককৃত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগর পুর (চতুরপুর) গ্রামের মৃত নজির উদ্দীন পুত্র মোঃ সজিব উদ্দীন (৩৫)। অভিযানে নেতৃত্ব ছিলেন, এ এস আই মোঃ আব্দুর রহিম, এ এস আই মশিউর রহমান, এস আই দেবী কন্ত রায়। ফুলবাড়ী থানা পুলিশের সাহসীকতায় এ বড় ধরনের মাদকের একটি চালান আটক করলেন।