Home » » পলাশবাড়ীতে ঢাকাগামী রুপা পরিবহনের চাপায় পিষ্ট হয়ে নিহত-১

পলাশবাড়ীতে ঢাকাগামী রুপা পরিবহনের চাপায় পিষ্ট হয়ে নিহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : 06 February, 2020 | 11:03:00 PM

আশরাফুল ইসসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া নামক স্থানে ঢাকাগামী কোচ রুপা পরিবহন বাসের চাপায় পিষ্ট হয়ে আঃ জোব্বার প্রধান (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।থানা সুত্রে জানা যায়, আজ ৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকাল প্রায় ১০ টা ২০ মিনিটে রাস্তাপারাপারের সময় গাইবান্ধা হতে ঢাকাগামী রুপা পরিবহন বাসের চাপায় পিষ্ট হয়ে আঃ জোব্বার প্রধান (৬০) নামে এ ব্যক্তি নিহত হয়। এমন খবরে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটি আটক করে ও নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি আঃ জোব্বার প্রধান গাইবান্ধা সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের নয়নসুখ নকিরচর গ্রামের আলিম উদ্দিন প্রধানের ছেলে।এখবর নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত পলাশবাড়ী থানার এস আই সঞ্জয় কুমার।