Home » » ডোমারে মুগবীজ ও সার বিতরণ

ডোমারে মুগবীজ ও সার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 05 February, 2020 | 11:41:00 PM

আব্দুল্লাহ আল মামুন,ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জেলার ডোমারে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডোমার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। খরিপ-১ মৌসুমে ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে গ্রীস্মকালীন মুগবীজ বিতরন অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনিছুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ। এ সময় কৃষি অফিসের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান জানান, চলতি খরিপ-১ মৌসুমে উপজেলার ১৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগবীজ ও সার বিতরন করা হয়েছে।