মিজানুর রহমান কিমোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়াল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী শিশু কল্যানের স্বার্থে এলাকার সমস্যা ও সম্ভবনা চিহ্নিত করণ জনগনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিনিধি, বেসকারী কর্মকর্তা, শিশুর অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য বৃন্দ এবং শিশু ও যুব ফোরামের সদস্য গণ।
আরো উপস্থিত ছিলেন জেলা (এপি) ওয়াল্ড ভিশনের ক্লাষ্টার বডি এম ই কো- অর্ডিনেটর সত্যব্রত বিশ্বাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম ম্যানেজার আমজাদ হোসেন, শ্যামল মন্ডল, মিন্ট বিশ্বাস ও সানজিদা আনছারী।