মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় ঢাকার আশুলিয়া থেকে অপহৃত (১৩)কে উদ্ধার করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
বুধবার রাতে ডিমলা উপজেলার উত্তর কুমার পাড়া গ্রামের তইমুদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
এ সময় অপহরকারী ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু আজম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। র্যাব-নীলফামারী ক্যাম্প সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারী ঢাকার আশুলিয়া থেকে কল্যারপুর এলাকার মেয়েকে অপহরণ করা হয়। এ ব্যাপারে মেয়ের বাবা আশুলিয়া থানায় অভিযোগ করলে অনুসন্ধান চালিয়ে গত রাতে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করে। র্যাব-১৩ নীলফামারীর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।