চিলাহাটি ওয়েব ডেস্ক : রেকর্ড টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের প্রথম বর্ষপূর্তি আজ। গত বছরের এই দিনে দল হিসেবে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে নতুন মেয়াদে দায়িত্ব পাওয়া সরকার গত এক বছরে কতোটা প্রত্যাশা পূরন করতে পেরেছে এ নিয়ে হিসাব নিকাষ চলছে। তবে সরকার সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরে সরকারের অনেক অর্জন রয়েছে। অনেক মেগা প্রকল্প এগিয়ে চলছে। জনগণের জীবনমানের উন্নয়ন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত এক বছরে সরকারের অর্জনের পাশপাশি আছে ব্যর্থতাও।
এছাড়া এই সময়ে নানা ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে, সরকারের অস্বস্তির কারণ হয়েছে। ভাল-মন্দ, আশা-দুরাশার মধ্য দিয়েই কেটেছে সরকারের নতুন মেয়াদের প্রথম বছর। ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তির দিনে আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যায় তার ভাষণ টেলিভিশন রেডিওতে সম্প্রচার করা হবে।
Home »
রংপুর বিভাগের বাইরে
» সরকারের এক বছর পূর্তি আজ, ভাষণ দেবেন প্রধানমন্ত্রী