Home » » পার্বতীপুরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের আয়োজনে কুইজ প্রতিযোগিতা

পার্বতীপুরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের আয়োজনে কুইজ প্রতিযোগিতা

চিলাহাটি ওয়েব ডটকম : 30 January, 2020 | 6:23:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পার্বতীপুরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের কলেজ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের একাউন্ট খোলার কাজ। চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল/২০২০ ইং সকাল ১০টায়।
গত ২৭ জানুয়ারী পার্বতীপুরের খোলাহাটি ডিগ্রি কলেজে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের একাউন্ট খোলা ও কুইজ প্রতিযোগিতা বিষয়ে বক্তব্য রাখছিলেন মেসার্স সিয়াম ট্রেডার্সের প্রোপাইটর সাজ্জাদ হোসেন। এসময় কলেজের ভাইস প্রিন্সিপাল বেলাল হোসেন উপস্থিত ছিলেন।  ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত্বাধিকারী জানান, প্রতিযোগিতার অংশগ্রহনকারীকে অবশ্যই ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের একাউন্ট থাকতে হবে। কুইজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার হচ্ছে ১টি ল্যাপটপ, ২য় কম্পিউটার, ৩য় পুরস্কার ১টি এন্ড্রোয়েট মোবাইলফোন এবং ৭টি আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও বিজয়ীদেরকে সম্মননা সনদপত্র প্রদান করা হবে।

 পার্বতীপুর পৌরসভা সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্বাধিকারী মেসার্স সিয়াম ট্রেডার্সের অধিনে ইতোমধ্যে উপজেলার ১২টি কলেজে এ কুইজ প্রতিযোগিতার বিষয়ে কলেজের অধ্যক্ষ এবং শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হয়েছে। কলেজগুলো হচ্ছে, পার্বতীপুর সরকারী ডিাগ্র কলেজ, আদর্শ ডিগ্রি কলেজ, খোলাহাটি ডিগ্রি কলেজ। মহিলা ডিগ্রি কলেজ, ভবানীপুর ডিগ্রি কলেজ, খয়েরপুকুর ডিগ্রি কলেজ, মন্মথপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রাজাবাসর স্কুল এন্ড কলেজ, বেলাইচন্ডি কলেজ, টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজ, পার্বতীপুর টেকনিক্যাল কলেজ এন্ড এগ্রিকালচার, বছিরবানিয়া ডিগ্রি কলেজ, শিক্ষার্থীদের একাউন্ট খুলতে জন্ম নিবন্ধন ও রেজিষ্টেশনের ফটোকপি, সদ্য তোলা দুই কপি ছবি, নমিনি বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও ছবি এক কপি। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।