Home » » কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত- ৩ : আহত- ৯

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত- ৩ : আহত- ৯

চিলাহাটি ওয়েব ডটকম : 03 January, 2020 | 7:47:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : জামাতার মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার পথে রনচন্ডী অবিলের বাজারে নৈশ্য কোচ ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে শশুরসহ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৯জন। শুক্রবার সকাল ৮টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জলঢাকা-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম(৫৬)। আহতদের বাড়ীওএকই গ্রামে বলে পুলিশ জানায়। প্রত্যক্ষ দর্শিরা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে অবিলের বাজারে মাইক্রোবাসটি পৌছিলে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ্য কোচ আজিজ ট্রাভেলের সাথে মুখোমখি সংর্ঘষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা বেগম ঘটনাস্থলে মারা যায়। আহত হয় মাইক্রোবাসের চালকসহ আরো ৯জন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচাজ হারুন অর রশিদ ঘটনার বিষয় স্বীকার করে বলেন দুর্ঘটনাস্থান থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।