Home » » প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে বদরগঞ্জে প্রেস ব্রিফিং

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে বদরগঞ্জে প্রেস ব্রিফিং

চিলাহাটি ওয়েব ডটকম : 29 January, 2020 | 11:37:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নিরাপদ, নিয়মিত. শোভন ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহার-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ নবীরুল ইসলাম। প্রবাসী কল্যান ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সার্বিক সহযোগীতায় প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাজমা জাহানুর, বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার। অনুষ্ঠানের মুল উপ-পাদ্য উপস্থাপন করেন এবং বৈদেশীক কর্মসংস্থান সম্পর্কিত জনসচেতনতা বিষয়ে প্রশ্ন পর্বের উত্তর দেন রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, ১০ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।