Home » » কিশোরগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সেমিনার

কিশোরগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সেমিনার

চিলাহাটি ওয়েব ডটকম : 23 January, 2020 | 11:07:00 PM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাল্য বিবাহ প্রতিরোধে কাজী, ঈমাম, প্রহিত ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
 উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার। 
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন প্রমুখ।