Home » , » চিলাহাটিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

চিলাহাটিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

চিলাহাটি ওয়েব ডটকম : 23 January, 2020 | 5:28:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। নীলফামারী জেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান (আর্মি) এর সভাপতিত্বে বক্তব্য সহকারী প্রধান শিক্ষক রাজ্জাক ইসলাম,তারাপদ রায়,মমতাজ বেগম প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানটির সঞ্চালন করেন বিদ্যালয়ের সহকারী ফাতাউর ইসলাম।