Home » » তাজহাট থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

তাজহাট থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

চিলাহাটি ওয়েব ডটকম : 22 January, 2020 | 11:33:00 PM

চঞ্চল মাহমুদ, রংপুর থেকে, চিলাহািট ওয়েব : রংপুর মহানগরীর তাজহাট থানা প্রেসক্লাব প্রতিষ্ঠা ও কমিটি গঠনের লক্ষে গত সোমবার সন্ধ্যায় তাজহাট থানাধীন চক বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি চঞ্চল মাহমুদকে আহবায়ক ও আমাদের প্রতিদিনের স্টাফ রিপোর্টার হারুন উর রশিদ সোহেলকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক রংপুরের খবর’র সম্পাদক ও প্রকাশক হাসান ফেরদৌস রাসেল, দৈনিক সাইফের মহানগর প্রতিনিধি আপেল মাহমুদ এবং সদস্য- দৈনিক প্রথম খবরের সিটি রিপোর্টার ইউসুফ আহম্দে, রংপুরের খবরের স্টাফ রিপোর্টার হাদিউজ্জামান হাদি ও দৈনিক আজকের জনগণের রংপুর প্রতিনিধি আব্দুল জলিল । এই কমিটি আগামী তিনমাসের মধ্যে একটি পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন। সভায় সাংবাদিতার সাথে জড়িত তাজহাট থানা এলাকার অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।