Home » » পার্বতীপুরে দিনব্যাপি মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুরে দিনব্যাপি মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 18 January, 2020 | 11:10:00 PM

বিশেষ প্রতিনিধি, পার্বতীপুর,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে শুক্রবার দিনব্যাপি মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর গ্রামে পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হাই এর বাগান বাড়ীতে আয়োজিত দিনব্যাপি মুক্তিযোদ্ধা সমাবেশ সকাল ১০ টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এসময় মুক্তিযোদ্ধাদের নানামূখী সমস্যা নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দুপুরে সমাবেশে আগত প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধাদের খাবার পরিবেশন করা হয়। বিকেল ৫টায় সমাপনি অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে একটি করে শীত বস্ত্র (কম্বল) তুলে দেন সমাবেশে আগত মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মালেক, দিনাজপুর জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জেলা কমান্ডের সম্পাদক মন্ডলীর সদস্য আমজাদ হোসেন, জেলা কমান্ডের সাবেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ তোজাম্মেল হক, পার্বতীপুর উপজেলা সংসদের সাবেক কমান্ডার এ্যাডভোকেট আব্দুল হাই, ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেন ও বিশিষ্ট আইনজীবী, দিনাজপুর জজ কোর্টের এপিপি, আওয়ামীলীগ নেতা এ্যাড. সৈয়দুল আলম শান্তÍু প্রমুখ।