Home » » পার্বতীপুরে বিনামূল্যে গবাদি পশুর টিকা ও কৃমির ঔষধ বিতরণ

পার্বতীপুরে বিনামূল্যে গবাদি পশুর টিকা ও কৃমির ঔষধ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 18 January, 2020 | 11:03:00 PM

খালেকুল জামাল,বিশেষ প্রতিনিধি পার্বতীপুর,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর প্রাণি সম্পদ সেবাদানকারি সার্বিক গ্রাম যুব উন্নয়ন সমবায় সমিতি লি: এর উদ্যোগে শনিবার সকাল ১০ টায়, উত্তর শালন্দার হাই স্কুল এন্ড কলেজ মাঠে, বিনামূল্যে গবাদি পশুর টিকা প্রদান ও কৃমির ঔষধ বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়। পার্বতীপুর প্রাণি সম্পদ সেবাদানকারি সার্বিক গ্রাম যুব উন্নয়ন সমবায় সমিতি লি: এর সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার আঃ রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমদাদুল হক,চেয়ারম্যান, ৫নং চন্ডিপুর ইউনিয়ন। ১৮ই জানুয়ারি শনিবার এ কর্মসূচিতে প্রায় ৬০০ শত গরু ও ছাগলকে টিকা প্রদান করা সহ কৃমির ঔষধ প্রদান করা হয় বলে জানান, পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা খলিলুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপন করেন পল্লী চিকিৎসক খোকন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাণি পল্লী চিকিৎসক, নুর আলম, মাজেদুল ইসলাম, এনামুল হক, মোস্তাফিজুর রহমান, শাহিন আলম, মমিনুর রশিদ নয়ন আবু বক্কর, আজমল হক, মান্নান ও সুমন।