Home » » চিরিরবন্দরে শিশু ধর্ষণের অভিযোগে আটক যুবককে আদালতে সোপর্দ

চিরিরবন্দরে শিশু ধর্ষণের অভিযোগে আটক যুবককে আদালতে সোপর্দ

চিলাহাটি ওয়েব ডটকম : 15 January, 2020 | 10:59:00 PM

দেলোয়ার হোসেন বাদশা,চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের চিরিরবন্দরে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে মোরছালিন (২১) নামের আটক যুবককে আদালতে সোপর্দ করেছে চিরিরবন্দর থানা পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা খায়রুল বাসার গত ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মতে ৮নং ধর্ষন মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারী দুপুরে উপজেলার মথুরাপুর পশ্চিম মিলপাড়া গ্রামের নূর হোসেনের পুত্র মোরছালিন একই গ্রামের খায়রুল বাসারের শিশু কন্যাকে পার্শ্ববর্তী আশরাফ আলীর নির্মানাধীন পাকা বাড়ির ভেতরে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশুরটির চিৎকারে এলাকাবাসী শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ লিটন আকন্দ জানান, অভিযুক্তকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে তাকে ১৫ জানুয়ারী বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়।