Home » » ডোমারে ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ডোমারে ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 25 January, 2020 | 4:50:00 PM

আব্দুল্লাহ আল মামুন,ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জেলার ডোমার উপজেলায় উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে বিদ্যালয়গুলোতে ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ের শিকার্থীরা তাদের নেতা নির্বাচন করেন। সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন উপলক্ষে ভোট দিতে শিক্ষার্থীদের বিশাল সারিবদ্ধ লাইন ছিল চোখে পড়ার মত।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ ফাহিম আলম। সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন শিহাব প্রধান ও জাবির বিন হাসান। মোট ১৫ জন প্রার্থীর মধ্যে শিক্ষার্থীরা আটজন প্রার্থীকে নির্বাচিত করেন।
প্রধান শিক্ষক রবিউল আলম জানান,উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোট দিতে শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে ভোটের আমেজে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।