Home » » ডোমারে উৎসবের আমেজে বই বিতরণ উৎসব

ডোমারে উৎসবের আমেজে বই বিতরণ উৎসব

চিলাহাটি ওয়েব ডটকম : 01 January, 2020 | 11:30:00 PM

আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জেলার ডোমারে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার সবকটি বিদ্যালয়গুলোতে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের আনুষ্ঠানিকভাবে বই বিতরনের উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। ডোমার বড়রাউতা উচ্চ বিদ্যালয়ে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন। বুধবার দুপুরে উপজেলার মটুকপুর স্কুল এন্ড কলেজে বিনামুল্যে বই বিতরন উৎসব ভোলানাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃআফতাব উদ্দিন সরকার। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা প্রভাষক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা,মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম ,ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ও অভিভাবক সদস্য ওমর ফারুক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। চলতি জেএসসি পরীক্ষায় ডোমার উপজেলা থেকে সর্বোচ্চ ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে মটুকপুর স্কুল এন্ড কলেজ থেকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম জানান, এবার মাধ্যমিক স্কুলগুলোতে ৩ লক্ষ ১২ হাজার ৮৬৩টি বই,কারিগড়িতে ১৩ হাজার ৫২০টি বই, দাখিল মাদ্রাসায় ৫১ হাজার ৯৮৮ টি এবং ইবতেদায়ীতে৪১ হাজার ১০৬টি বই বিতরন করা হবে। অপরদিকে উপজেলার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসবের প্রথমদিন প্রথম শ্রেনীতে ১১ হাজার সেট,২য় শ্রেনীতে ১০ হাজার সেট,৩য় শ্রেনীতে ১০ হাজার ১০০ সেট এবং ৫ম শ্রেনীতে ৮ হাজার সেট বই বিনামুল্যে বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন। কিন্টাার গার্টেন ও এনজিওর স্কুলগুলোতেও বই বিতরন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।