Home » » ফুলবাড়ীতে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উদযাপন

ফুলবাড়ীতে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 05 December, 2019 | 10:54:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েবে : ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ২৮তম আর্ন্তজাতিক এবং ২১ তম প্রতিবন্ধি দিবস উদযাপন উপলক্ষে চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর নেতৃত্বে বের হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অভিগম্য আমাগীর পথে” র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। আপর দিকে সকাল সাড়ে ১০ টায় এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবন্ড ডেভেলপমেন্ট (এডিডি) নির্বাহী পরিচালক মোঃ আহাদুজ্জামান চৌধুরী নেতৃত্বে ২৮তম আর্ন্তজাতিক এবং ২১ তম প্রতিবন্ধি দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন, একই সময় বেসিক আটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মধ্যে গঙ্গাপ্রসাদ, রাজরামপুর, কাজিহাল, পরইল, আটপুকুর হাট ও দৌলতপুর ইউনিয়নের আটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়গুলি র‌্যালি বের করেন ও মাদিলাহাট দলদলিয়া আটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় র‌্যালি বের করেন। র‌্যালিগুলো শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষে করেন। র‌্যালি শেষে ২৮তম আর্ন্তজাতিক এবং ২১ তম প্রতিবন্ধি দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাসসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ গোলাম মওলা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ সোহানুর রহমান সুমন, এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবন্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর মোঃ আশরাফুল ইসলাম, রাসেল মাহমুদ, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, মাদিলা হাট ফুলবাড়ী দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধি ও আটিস্টিক বিদ্যালয়ের সভাপতি আইদুল ইসলাম, প্রধান শিক্ষক বিদ্যুত কুমার পাল সহ আটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ৫ শতাধিক প্রতিবন্ধি র‌্যালিতে অংশ নেন। সহযোগীতায় ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা, গ্রাম বিকাশ আলো প্রকল্পের শাহ্ মোঃ সাদিয়ার রহমান, ওয়াল্ড ভিশন এপি এর প্রোগ্রাম অফিসার মোঃ প্রদিপ রায়। এসময় দৈনিক দেশমা পত্রিকার ভারপ্রপ্ত সম্পাদক প্লাবন শুভ ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন।