Home » » জেলা প্রশাসক বরাবরে আটোয়ারীতে অবৈধভাবে ঘেড়া বেড়া দিয়ে নদী দখলের অভিযোগ

জেলা প্রশাসক বরাবরে আটোয়ারীতে অবৈধভাবে ঘেড়া বেড়া দিয়ে নদী দখলের অভিযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : 22 December, 2019 | 10:29:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে অবৈধভাবে ঘেড়া বেড়া দিয়ে নদী দখলের অভিযোগ পাওয়াগেছে। অভিযোগে জানাগেছে, উপজেলার বলরামপুর ইউনিয়নে দোহসুহ মৌজায় অবস্থিত সরকারি খাস খতিয়ানের বাকমারা নদীর ৪০ একর জমির একটি জলাশ^য় আছে। উক্ত জলাশ^য়ে দীর্ঘ দিন থেকে এলাকার মানুষ ওই নদী’র মাছ ধরে জীবিকা নিরবাহ করে আসছিলেন। অথচ সেখানে কিছুদিন আগে একই এলাকার জনৈক বাবুল, ইউনুস, জাহেদ, হাসান, ওহাব, লেবু, খালেক নামের কয়েকজন ব্যাক্তি ৩৫ একর জমির জলাশ^য়ে জোর পূর্বক ঘেড়া বেড়া দিয়ে জবর দখল করেন। এ ব্যাপারে পঞ্চগড় জেলা প্রশাসক ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসী একটি অভিযোগ দায়ের করেন। খাস জমি দখলকারী অভিযুক্ত জনৈক বাবুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, জেলা প্রশাসক সহ আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সত্যতা পেলে জবর দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।