Home » » ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বেষ্ট এ্যাওয়ার্ড গ্রহণ করছেন পার্বতীপুরের মেসার্স সিয়াম ট্রেডার্স

ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বেষ্ট এ্যাওয়ার্ড গ্রহণ করছেন পার্বতীপুরের মেসার্স সিয়াম ট্রেডার্স

চিলাহাটি ওয়েব ডটকম : 22 December, 2019 | 6:19:00 PM

ঢাকা অফিস,চিলাহাটি ওয়েব : ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কর্তৃক আয়োজিত গত বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার সীমান্ত কনভেনশন সেন্টার রাইফেল্স স্কয়ার এর হল রুমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দেড় শতাধিক এজেন্টে আউটলেট অনারদেরকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালক আবুল কাশেম শিরিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোখলেছুর রহমান ও ডাচ্ বাংলা ব্যাংকের সিটিও আবুল কাশেম খান। সারা বাংলাদেশ থেকে আসা এজেন্ট আউটলেটদেরকে প্রশিক্ষণ প্রদান করেন এজেন্ট ব্যাংকিং আবেদুর রহমান সিকদার হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন ও সিআরপিও। পরে “আমার সবাই রাজা-২০১৯” ক্যাম্পেইনে বেস্ট এ্যাওয়ার্ড গ্রহণ করছেন রংপুর বিভাগের ১ম স্থান অধিকারী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নতুন বাজারস্থ (পৌরসভা সংলগ্ন) মেসার্স সিয়াম ট্রেডার্স এর স্বত্তাধিকারী সাজ্জাদ হোসেন। এ অনুষ্ঠানে রংপুর বিভাগের ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মোহাম্মাদ মাহবুব হোসেন (এভিপি এন্ড রিজিওনাল হেড, এজেন্ট ব্যাংকিং, দিনাজপুর), আবু জুয়েল (এভিপি এন্ড রিজিওনাল হেড, এজেন্ট ব্যাংকিং, রংপুর) ও সাখাওয়াত হোসেন (এরিয়া ম্যানেজার) এজেন্ট ব্যাংকিং ডাচ্-বাংলা ব্যাংক দিনাজপুর উপস্থিত ছিলেন।