Home » » ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির কমিটি গঠন

ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির কমিটি গঠন

চিলাহাটি ওয়েব ডটকম : 01 December, 2019 | 10:08:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় পূর্বে কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শাহেদার আলী শাহের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মশিউর রহমান বুলবুল, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ সমিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মন্ডল, সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি সামসুল হক মন্ডল, আক্তার হোসেন, সহকারী অধ্যাপক মঞ্জিল মোরশেদ, শফিকুল ইসলাম বাবু, প্রভাষক হামিদুল হক প্রমুখ। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে সহকারী অধ্যাপক মঞ্জিল মোরশেদকে আহবায়ক ও শফিকুল ইসলাম বাবুকে যূগ্ম আহবায়ক নির্বাচিত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, প্রভাষক হামিদুল হক, মো. আলাউদ্দিন ও জাহিদুল ইসলাম। সভায় নির্বাচিত আহবায়ক কমিটি আগামী চার মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের কার্যকরী পদক্ষেপ নেবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। বার্ষিক সাধারণ সভায় উপজেলার শতাধিক চাউল কল মালিকরা উপস্থিত ছিলেন।