Home » » চিলাহাটিতে ইলেকট্রিশিয়ানদের পরিচিতি সভা

চিলাহাটিতে ইলেকট্রিশিয়ানদের পরিচিতি সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 18 December, 2019 | 10:22:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে বিদ্যু ইলেকট্রিশিয়ানদের পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান গতকাল ভোগডাবুড়ী ইউপি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 

মা ইলেকট্রনিক্স এর আয়োজনে এবং বিজলী ক্যাবলস এর সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজলী ক্যাবল নীলফামারী শো-রুম ব্যবস্থাপক মমিনূল ইসলাম এবং বিজলী ক্যাবল চিলাহাটি ডিলার মা ইলেকট্রনিক্স এর প্রোপাইটার সোয়েম হক প্রামণিক ইলেকট্রিশিয়ান মোশরেকুল হক শপুর হাতে ইলেকট্রিশিয়ান আইডি কার্ড প্রদান করেন। 

এসময় বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন বিদ্যু ইলেকট্রিশিয়ান উপস্থিত ছিলেন।