Home » » জনম

জনম

চিলাহাটি ওয়েব ডটকম : 18 December, 2019 | 12:50:00 AM


> তানভীর আহম্মেদ < 

 তোমাকেই আমি চাহিয়াছি প্রিয়তমা,
তোমাকেই চাইব শত শতকাল।
কে বা তুমি, কি বা ছিল পরিচয়,
আমার প্রেমীর উর্দ্ধে কিছু নয়।

মন পাখি চাহিয়া কত শত লয়,
কতই না করিয়াছ বাধনের ভয়।
তবু বলিয়া যাইব আমি শত শতকাল,
তোমার প্রেমেই জনম স্বার্থক আমার।

 পৃথিবীতে রীতে-নীতে জন্মাই একবার,
মরণে অপেক্ষা আছে জীবনের ওপার।
হইলে সময় গত জীবনের একাল,
পরম জনমে রইয়াছে অনন্ত কাল,
আমি তোমাকেই চাইব শত শতকাল।

 জনমের জনম তো বড়ই ছোট আলো,
তোমারে পূর্ণে বাসিবার লাগি ভালো।
এ জনমে আমার প্রেম পড়ে কিনারায়,
তোমার মন পাখি আসে না পাড়ায়।
পথ চাহি বসি আমি তোমার চেনায়,
আসিয়া ডাকিও মোরে কসম লাগি হায়।