Home » » পার্বতীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

পার্বতীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

চিলাহাটি ওয়েব ডটকম : 17 December, 2019 | 11:35:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওযেব : দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর স্টেডিয়াম মাঠে কুচ কাওয়াজ, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজলো চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও পার্বতীপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে বিভন্নি সংগঠন মহান বিজয় দিবসে আলোচনাসভা খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।