॥ তানভীর আহম্মেদ ॥
বাংলাদেশ, প্রিয় সবুজ লাল মাতৃকা।
তুমি কত হায়েনার টেনে হেঁচড়ানো স্থির
মানচিত্রের স্পষ্ট দাগে খচিত হীরক বর্ম।
তুমি আগলে রেখেছ বীরসেনা মহাবীর,
মানোনিকো কোন কালে কোন বারন
তুমি খোঁজনি তো জাত পাত জ্ঞাতি ধর্ম।
বাংলাদেশ, তোমার জমিনে সম্ভ্রম লুটে
ওরা চেয়েছে তোমায় মিসমার করে দেবে,
আরো কত ছড়াবে ষড়যন্ত্রের মহা মন্ত্র।
তুমি প্রতিবাদ। তুমি আত্মঘাতী হুঙ্কার,
তুমি শেরেবাংলা হতে ভাসানীর স্বপ্নদেশ
তোমার আক্রোশে হেলে পড়ে শত্রুর ঐ যন্ত্র।
বাংলাদেশ, নয় মাসের সাহসী সিলেবাস।
তুমি বাংলাবীর বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রাম,
মুক্তিযোদ্ধার রাইফেলে তোমার মুক্তি গান
তুমি হার না মানা চিরদিনের ঊত্তাল জনস্রোত
তোমার সম্মানে তোমার সন্তান লুটায় জীবন
কারো সাধ্য নাই ঠেকাবে তোমার হিংস্র ঊত্থান।
বাংলাদেশ, কত শহীদের রক্তের স্তম্ভ তুমি
কত লাশের ভেসে যাওয়া পদ্মা মেঘনার স্রোত,
কত বিধবার সাদা শাড়ি;সিঁদুর বিহীন সিঁথি।
তুমি ছেলেহারা মায়ের শোক, বোনের চিৎকার
শত ত্যাগে তুমি ডিসেম্বরের মহান বিজয়
তুমি দেশ,কাল, পাত্র, অভেদ, ধর্মের সম্প্রীতি।