Home » » পার্বতীপুরের মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চলে ডাচ্- বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

পার্বতীপুরের মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চলে ডাচ্- বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 10 December, 2019 | 11:01:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল ভাদুরী বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (এজেন্ট ব্যাংকিং)-এর শাখা উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৮টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে মেসার্স ভাই ভাই ট্রেডার্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্- বাংলা ব্যাংক দিনাজপুর এরিয়া ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি অনলাইন এই ব্যাংকিং সেবার বিভিন্ন দিগ, সুবিধা সমূহ তুলে ধরেন। ১০ নং হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান শাহ্ মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান শেষে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান হাবিব, মোঃ আফজাল হোসেন- সাবেক শিক্ষক , জননেতা মোঃ শাহ্বুদ্দিন শাহ্ , হায়দার আলী মাষ্টার, মাওলানা আবু সিদ্দিক প্রমুখ। বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন , শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত¦ করেন ১০নং হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহ্বুদ্দিন শাহ্।