আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকলে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালেক্টর চত্বরে বেলুড় উঁড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম। পরে সেখানে সকলকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক।
পরে কালেক্টর চত্বর থেকে র্যালি বেড় হয়ে একটি দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে আবারো র্যলিটি শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তসলিম উদ্দীন প্রধানের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, ড.কেএম কামরুজ্জামান সেলিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ অন্যারা।