এ আর পারভেজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,চলিাহাটি ওয়বে :
কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল,
বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বন্যা দুর্গত মানুষের জন্য "ফ্রি মেডিকেল
ক্যাম্প" আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ জামালপুর ও ল্যাম্ব হাসপাতাল
পার্বতীপু, দিনাজপুর ।
রাজীবপুর উপজেলার আহসান উদ্দিন কমিউনিটি ক্লিনিকে ফ্রি
মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় । প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী মানুষদের মাঝে
ফ্রি-মেডিকেল সেবা ও ঔষধ বিতরন সহ ক্যাম্পে গর্ভবতী মা ও কিশোরীদের প্রজনন
স্বাস্থ্যসেবা এবং সাধারণ চিকিৎসা প্রদান করা হয় । প্রয়োজনে রোগীকে উন্নত
চিকিৎসার জন্য রেফার করা হয় ।
আগ্রহী রোগীর সংখ্যা বেশি হওয়ায় ক্লিনিকটিতে
ছিল উপচে পড়া ভিড় । একযোগে কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলার
হতদরিদ্রদের মাঝে এ সেবা প্রদান করা হয় ।