Home » » পার্বতীপুরে স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 07 November, 2019 | 9:27:00 PM

অজয় বাঁশফোড় বিশেষ প্রিতিনিধি,চিলাহাটি ওয়েব : পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় পার্বতীপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা জিবিকে এর বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের শিশু বিদ্যাপিঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক এবং ক্রীড়া কর্মসূচির আওতায় স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা/১৯ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
বালক/বালিকাদের ৫০/১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, অংক, লংজাম্প, মোরগ লড়াই, ভারসাম্য দৌড়, ক্যারামবোর্ড, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি। পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জিবিকে এর (সিনিয়র ম্যানেজার সোশাল এন্ড ইকনোমিক ডেভেলপমেন্ট, ভোকাল পার্সন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি) সাড়া মারান্ডি ও প্রধান শিক্ষক কামরুন্নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন সরলা মুর্মু জিবিকে এর প্রোগ্রাম অফিসার (ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি)।