Home » » সুন্দরগঞ্জে ২৩ বছরেও এমপিও ভুক্ত হয়নি কারিগরি মহাবিদ্যালয়

সুন্দরগঞ্জে ২৩ বছরেও এমপিও ভুক্ত হয়নি কারিগরি মহাবিদ্যালয়

চিলাহাটি ওয়েব ডটকম : 05 November, 2019 | 11:31:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে অবস্থিত কারিগরি মহাবিদ্যালয়টি দীর্ঘ ২৩ বছরেও এমপিও ভুক্ত হয়নি। জানা গেছে, এলাকার কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় কিছু সংখ্যক শিক্ষানুরাগী ১৯৯৬ সালে সুন্দরগঞ্জ পৌর শহরের অদূরে কারিগরি মহাবিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। বিগত ২০০০ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ড হতে স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে একাদশ শ্রেণীতে ১শ ৭০ ও দ্বাদশ শ্রেণীতে ৫০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। ২০১৯ সালে ৩৭ শিক্ষার্থী পাবলিক পরিক্ষায় অংশ নিয়ে ২৯ জন ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়। প্রতিষ্ঠানটিতে ১৬ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত রয়েছেন। দীর্ঘ ২৩ বছরেও প্রতিষ্টানটি এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মহাবিদ্যালয়টির অধ্যক্ষ আব্দুল মোন্নাফ জানান, দীর্ঘ ২৩ বছরেও প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারিরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ আবস্থা চলতে থাকলে আগামী ৪/৫ বছরের মধ্যে বেশ কয়েক জন শিক্ষক কর্মচারী সরকারী সুযোগ সুবিধা ছাড়াই অবসরে যাবেন। প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষা অনুরাগীরা।