Home » » আমার কবিতা

আমার কবিতা

চিলাহাটি ওয়েব ডটকম : 03 November, 2019 | 11:05:00 PM॥ সেলিনা জাহান প্রিয়া ॥

 তোমাদের কবিতা যখন সদ্য প্রেম যুগলের
শরীররে শিহরন তুলছে গোপনে আর
লোম কুমে গরম তাপ ছড়াচ্ছে ! ঠিক
তখন আমার কবিতা
 রেল লাইনে কোন ঝুপড়িতে সদ্য জন্ম নেয়া
এক শিশুর আগমনী চিৎকার শুনছে-
 যে নারী টাকার অভাবে ক্লিনিক পায় নেই
যে শিশু জন্মের সময় কোন ডাক্তার পায় নেই
 যে নারী ব্যথার জন্য কোন দাওয়াই পায় নেই -
আমার কবিতা ঠিক তাদের জন্য ।।

তোমাদের কবিতা যখন তুমি তুমি বলে
 প্রেমের জন্য শরীরের কাপড় খুলে ধরেছ -
আমার কবিতা তখন রেলস্টেশনের প্লাটফর্মে
সেই টুকাই ছেলে -
সারাদিন কাগজ কুড়িয়ে ক্লান্ত শরীর খুলে ধরেছে
ময়লা হাত পা জামা কাপড়ের ভিতরে -
ভাবনাহীন আগামীর ঘুম দিচ্ছে কিশোর
সকালের জন্য আবার খাবারের যুদ্ধ !
 তোমাদের প্রেম যখন বিলাসী কফি হাউসে
চোখে চোখ রেখে অনন্ত সময় পার করছে-
আমার কবিতা তখন
রিক্সার চালকের ঘামে তার পরিবারের
মানুষ গুলো অপেক্ষা দেখছে-
টং দোকানে চায়ের আড্ডায় দেশ প্রেম দেখছে ।।

আমি তোমাদের মতো শরীর বেচা কবি না
তোমাদের কবিতায় এত নারী রূপ চর্চা
আমার কবিতায় ইট ভাঙ্গা নারীর কুলে
দুগ্ধপান শিশুর ঘুম থেকে জেগে উঠা হাঁসি ।
তোমাদের কবিতা প্রেমের কাব্য
আমার কবিতা তখন কৃষকের জন্য
ন্যয্য মুল্যে সারের জন্য চিৎকার ।।