Home » » ঠাকুরগাঁওয়ে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে লেপ বিতরণ

ঠাকুরগাঁওয়ে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে লেপ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 30 November, 2019 | 10:54:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : তৃতীয় লিঙ্গের (হিজড়া) ২০টি পরিবারের মাঝে লেপসহ শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম। শুক্রবার সকালে সদর উপজেলার নারগুন ইউনিয়নে হিজড়া সম্প্রদায়ের জন্য সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নব-নির্মিত আবাসন উত্তরণ গুচ্ছগ্রামে এই বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম,সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুলল্লাহ-আল-মামুন। এ সময় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম হিজড়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘অবহেলিত এ সম্প্রদায়কে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন আগে আপনাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে। আমরা হিজড়াদের সামাজিক মর্যাদা ও জীবনমানের উন্নয়ন নিয়ে ভাবছি। মোটকথা তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সমাজের আর অন্য দশজনের মতো চলাফেরা-কাজকর্ম করতে পারে, সেজন্য তাদের উপযোগী কার্যক্রম গ্রহণ করতে প্রচেষ্টা চলছে।’