Home » » লায়ন্স চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকল্প পরিচালককে সম্মাননা স্মারক প্রদান

লায়ন্স চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকল্প পরিচালককে সম্মাননা স্মারক প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 29 November, 2019 | 11:21:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালের চতুর্থ বর্ষপূর্তি পালন ও ঢাকার কবি সুকান্ত স্মৃতি সংসদ কর্তৃক লায়ন্স চক্ষু হাসপাতালের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলামকে মাদার তেরেসা স্বর্ণপদক পাওয়ায় সম্মাননা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় লায়ন্স চক্ষু হাসপাতালের ক্লাবের সভা কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও পৌরসভা মেয়র আলহাজ¦ এজেডএম মেনহাজুল হক। বক্তব্য রাখেন সদস্য সচিব মাহমুদুর রশিদ বাবুল, ট্রেজারার আনোয়ারুল কবির বাদল, ক্লাবের প্রকল্প পরিচালক ডাঃ মোফাক্ষারুল ইসলাম এবং রংপুর মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোখলেছুর রহমান। আলোচনা শেষে পার্বতীপুর লায়ন্স চক্ষু হাসপাতালের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলাম মাদার তেঁরেসা স্বর্ণ পদক পাওয়ায় তাকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গত ১৮ অক্টোবর কবি সুকান্ত স্মৃতি সংসদ, ঢাকা কতৃক লায়ন ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলামকে মাদার তেঁরেসা স্বর্ণ পদক-২০১৯ প্রদান করা হয়। অনুষ্ঠানে লায়ন এ্যাড: ওমর ফারুক, আতিয়ার রহমান,সাজেদুর রহমান, আফজাল হোসেন, রওশন জাহান, আনিছুর রহমান, এজেডএম ওয়াজেদুল হক, কাজী একরামূল হক, নবাব আলী, আক্তারিনা পারভীন ও লায়নগণসহ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আঃ রাজ্জাক এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহি উপস্থিত ছিলেন।