Home » » আটোয়ারীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আটোয়ারীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 26 November, 2019 | 10:54:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :পঞ্চগড়ের আটোয়ারীতে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ২০১৯-২০ অর্থ বছরের রবি ও খরিপ- ১ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪৮০ জন (সরিষা) কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুললাহ আল মামুন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শামসুল আলম, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, স্থানীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্থানীয় সংবাদকর্মী সহ উপকারভোগী ৪৮০ জন কৃষক উপস্থিত ছিলেন। প্রতিজন কৃষককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ২০ কেজি, পটাশ সার ১০ কেজি করে বিতরন করা হয়।#