Home » » পার্বতীপুরসহ বিভিন্ন জেলা উপজেলায় সমবায় দিবস পালিত

পার্বতীপুরসহ বিভিন্ন জেলা উপজেলায় সমবায় দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 02 November, 2019 | 11:24:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রিতিনিধ,চিলাহাটি ওয়েব : “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টানের শুভ সুচনা করা হয়। 
এর পর পরই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ মিথুন মুন্নি’র নেতৃত্বে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী উপজেলা চত্ত্বর হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। আনুষ্টানে শ্রেষ্ট সমবায় সমিতি গুলোর মাঝে ত্রেুষ্ট বিতরণ করা হয়।